শফিক কবীর, স্টাফ রিপোর্টার।। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হয়বতনগর সাহেব বাড়ীর উত্তরাধিকারী সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার মামার ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার রাতে বিয়াম স্কুল অভিভাবক সেডে ভাগ্নে ও ভাইগ্নাদের আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বুদ্ধিজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ।
আলোচক ছিলেন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা নাট্যকার মো.আতাউর রহমান মিলন, নিরাপদ সড়ক চাইয়ের জেলা কমিটির সহসভাপতি ফিরোজ উদ্দিন ভুইয়া,সন্দীপন সাহিত্য পরিষদের সভাপতি বিজন কান্তি বণিক,কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রতন,ছড়াকার আ.রউফ, সন্দীপন সাহিত্য আড্ডার সাংগঠনিক সম্পাদক কবি সাদরুল উলা,জলছবির সভাপতি কবি বিপুল মেহেদী, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের পরিচালক জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ ও ভাগ্নে ভাইগ্নারা। পরে অতিথিবৃন্দ সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার মামার জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন।
উপস্থিত শিল্পীরা এ সময় গানে গানে মুখরিত করে তোলে বিয়াম প্রাঙ্গন। গান পরিবেশনায় ছিলেন বেতার টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল,শিল্পী নিরব রিপন, কায়েস আকন্দ,উস্তাদ হামীম খা, শিল্পী স্মৃতিসহ অন্যন্যারা শিল্পীরা।