আমিনুল হক সাদী / শফকি কবীর ।। কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, মানুষের অধিকারই মানবাধিকার। সমাজে মানবাধিকার প্রতিষ্ঠিত হলে সকল মানুষ উপকারীতা পাবে। তাই সবাইকে মানবাধিকার নিয়ে কাজ করতে উৎসাহীত করেন তিনি।
চল সমতা-ন্যায়পরায়নতা ও মানবাধিকার মর্যাদার স্বপক্ষে দাঁড়ায় এ স্লোগানকে সামনে রেখে মানবাধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে ও পপির জিএসজেপি,আইন ও সালিশ কেন্দ্র আশকের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি উত্তর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি এম এ আকবর খন্দকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: কামরুন্নাহার লুনা, কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ্য মোহাম্মদ আশরাফ,অ্যাডভোকেট হামিদা মান্নান,কিশোরগঞ্জ মানবাধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা.হাবিবুর রহমান চাঁন মিয়া প্রমুখ।
সভার শুরুতে সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এর আগে একটি র্যালি বের করা হয়। এ সময় উপজেলা পর্যায়ে বিভাগীয় কর্মকর্তাগণ, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিপুল সংখ্যক নারী পুরুষসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।