ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ জাতীর শ্রেষ্ট সন্তানদের স্বরণের দিন শহীদ বুদ্ধিজীবি দিবসে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার জয়সিদ্ধী ইউনিয়ের ভয়রা বধ্যভূমি কে অবৈধ দখল মুক্ত, যথাযথ মর্যাদায় সংরক্ষণ ও নাম ফলক, স্থায়ী সৃতিস্তম্ভ নির্মাণে ;জাগরিত ইটনা; নামের একটি অরাজনৈতিক সংগঠন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ রোডে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দাড়িয় ঘন্টা ব্যাপী মানব বন্ধন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করে।
প্রধান মন্ত্রীর পক্ষে স্বারক লিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান বলেন স্বাধীনতার ৪৬ বছর পরও ভয়রা বধ্যভূমি কে স্বীকৃতি প্রদান না করা ও যথাযথ ব্যবস্থা না নেওয়া এটা দুঃখজনক। আমি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দ্রুত চেষ্টা চালিয়ে যাব। এর আগে মানব বন্ধনে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ইসলাম উদ্দিন, মুক্তিযোদ্ধা ও প্রাবন্ধিক রওশন আলী রুশো, সাংস্কৃতিক সংগঠক উদিচির ইটনা উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজের প্রভাষক জসিম উদ্দিন খান, মোঃ ফয়সাল ঠাকুর, জাগরিত ইটনার প্রতিনিধি জুয়েল রানা, নাজমুল ঠাকুর, শফিকুল ইসলাম প্রমুখ।