muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

এখন থেকে ফেসবুকে ভিডিও প্রোফাইল পিকচার!

facebook video prof pic
তথ্য প্রযুক্তি ডেস্কঃ এবারও একটি বড়সড় চমক দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। এখন থেকে ফেসবুকের গ্রাহকরা ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন।

বুধবার নয়া এ ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে গ্রাহকরা তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করতে পারবেন।

এজন্য মোবাইল প্রোফাইল রিডিজাইন করেছে ফেসবুক। এতে সর্বোচ্চ ৭ সেকেন্ডের ভিডিওকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিছু সংখ্যক আইফোন ব্যবহারকারী মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। শিগগিরই তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্র: বিবিসি

Tags: