তথ্য প্রযুক্তি ডেস্কঃ এবারও একটি বড়সড় চমক দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। এখন থেকে ফেসবুকের গ্রাহকরা ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন।
বুধবার নয়া এ ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে গ্রাহকরা তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করতে পারবেন।
এজন্য মোবাইল প্রোফাইল রিডিজাইন করেছে ফেসবুক। এতে সর্বোচ্চ ৭ সেকেন্ডের ভিডিওকে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কিছু সংখ্যক আইফোন ব্যবহারকারী মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। শিগগিরই তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
সূত্র: বিবিসি