মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জর কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকন্দি কুহেলিকা এ্যাসোসিয়েশনের উদ্যোগে সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর সোমবার সকালে কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কুহেলিকা এ্যাসোসিয়েশন এর সভাপতি ও কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বদিউল আলম নাঈম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ম্যানেজার মোঃ এমরান সুলতান জাভেদ, একাউন্স অফিসার মোঃ আল আমিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আছমাউল আলম, কুহেলিকা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব ভূঁইয়া ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সালাহ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ তারিকুল ইসলাম। ক্যাম্পে ডাঃ মোঃ রাজিব মিঞা, ডাঃ ফাহিমা শারমিন (হানি), ডাঃ সৌমেন্দ্র নাথ বিশ্বাস, ডাঃ মোঃ আব্দুর রশিদ সরকার ও ডাঃ ধীমান বিশ্বাস সারাদিন ব্যাপী ৫ শত দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিস চেকাপ করেন।