মুক্তিযোদ্ধার কণ্ঠ রির্পোট ।। কৈশোর-পুষ্টি নিশ্চিত করি, কৈশোর-বান্ধব বাংলাদেশ গড়ি, কিশোর-কিশোরীর সু-স্বাস্থ্য নিশ্চিত করে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত “স্বর্ণ-কিশোরী জাতীয় কনভেনশন -২০১৭” তে অংশ গ্রহন করে নূর-ই-জান্নাত অন্না ঢাকা বিভাগে ৪র্থ স্থান অধিকার করে।
সে অনলাইন নিউজ পোর্টাল মুক্তিযোদ্ধার কন্ঠের ভ্রাম্যমান প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদের ভাতিজি । তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামে। সে স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার পিতা মোঃ আব্দুল খালেক উপজেলার বীর কাশিম নগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা ধানমন্ডি সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে আয়োজিত “স্বর্ণ-কিশোরী জতীয় কনভেনশন-২০১৭” তে বাংলাদেশের ৪ হাজার ৫শ ৫৫টি ইউনিয়নের প্রতিযোগীদের মধ্যে নূর-ই-জান্নাত অন্না ঢাকা বিভাগে ৪র্থ স্থান অধিকার করে।