লাইফস্টাইল ডেস্কঃ সামনেই পূজা। নতুন ট্রেন্ডি নেলপালিশ, লিপিস্টিকে নিশ্চয়ই আবার আপনার ড্রেসিং টেবিল ভরে উঠবে। তবে লিপস্টিক কেনার আগে খেয়াল রাখবেন আপনার ত্বকের রং।
এখন জামাকাপড়ের রঙের সঙ্গে রঙমিলন্তি খেলার দিন শেষ। বরং এক রঙের ড্রেসের সঙ্গে এখন কোনও মিল থাকে না লিপস্টিকের রঙে। তাই জেনে নিন ঠিক কি কি রঙের লিপিস্টিক লাবণ্যময়ী করবে আপনার ঠোঁটকে।
ফর্সাদের জন্যঃ গায়ের রঙ ফর্সা হলে সাধারণত লালের যে কোনও শেড মানিয়ে যায়। এছাড়াও যে কোনও গাঢ় রঙের লিপস্টিক আপনাকে করতে পারে মোহময়ী।
উজ্জ্বল শ্যাম বর্ণাদের জন্যঃ উজ্জ্বল শ্যাম বর্ণের ত্বক হলে যে কোনও লিপিস্টিকই মানাবে আপনাকে। তবে অনেকে ভাবেন এই বর্ণের ত্বকে গাঢ় রঙের লিপস্টিক মানায় না৷ কিন্তু এই ধারণা ভুল। এই ত্বকে গাঢ় লাল, কমলা, হাল্কা গোলাপি , কোরাল লিপস্টিক মানায়।
শ্যাম বর্ণাদের জন্যঃ যাদের ত্বক একটু শ্যামলা তাদের ত্বকে খুব মানানসই মেরুন শেডের রঙগুলো। এছাড়াও উজ্জ্বল গোলাপি এবং ব্রাউন রঙের লিপস্টিকও বেশ মানিয়ে যায় এই ত্বকে।