কটিয়াদী, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির রব্বানী ইতোমধ্যে উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে গণমানুষের পুলিশ হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।
কটিয়াদী উপজেলার সর্বস্তরের জণগনের কাছে একজন আলোকিত মানুষ এখন ওসি মো.জাকির রব্বানী। গত ০৭/০৪/২০১৭ইং কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার হিসেবে যোগদান করেন তিনি। কটিয়াদী মডেল থানাকে মাদকমুক্ত করার ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন যোগদানের সাথে সাথে। সততার সাথে দায়িত্বপালন করেন, এবং অল্পদিনেই মানুষের মনের মাঝে স্থান করে নেন তিনি।
বর্তমান সময়ে কটিয়াদী প্রতিটি মানুষের আস্থার শেষ আশ্রয় এখন ওসি মো.জাকির রব্বানী। কটিয়াদী মডেল থানার যোগদানের পর মাদককে জিরো টলারেন্স হিসেবে ঘোষনা করেন এই অফিসার।
ওসি মো.জাকির রব্বানী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব, আর দশজন পুলিশের মত নয়। তাকে দেখে অনেকের শিক্ষা নেয়া উচিৎ বলে মন্তব্য করেন কটিয়াদী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ। তিনি আরো বলেন,এই চৌকস পুলিশ কর্মকর্তা সুদক্ষ, কর্মট সৎ নিষ্ঠাবান কটিয়াদী মডেল থানায় যোগদান করার পর সুন্দর ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান তিনি। পুলিশ জনগনের বন্ধু এমনটি প্রমান করলেন কটিয়াদী মডেল থানার বর্তমান ওসি মো.জাকির রব্বানী।
এক প্রসঙ্গে ওসি মো.জাকির রব্বানী বলেন,আমি কাজকে প্রাধান্য দেই। জনগনের আস্থার শেষ আশ্রয় স্থল পুলিশ বিভাগ। কটিয়াদী মাদকমুক্ত করবো। আমি চেষ্টা করেছি, এখনও এটি অব্যাহত আছে। কর্মস্থল যেখানেই হোক সেখানেই আমার মাদক বিরোধীসহ অন্যায়ের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা এ কর্মকর্তার।
তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার উপর সরকারের অর্পিত দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালন করতে পারি।