মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদ ও অয়েশা-রাজ্জাক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ছয়সূতী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।
গত ২৫ ডিসেম্বর সোমবার উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বিনা মূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ময়েজ উদ্দিন খাঁন, সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান (তৌহিদ), সাধারন সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মুছা মিয়া, অয়েশা -রাজ্জাক ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোস্তাক আহমেদ মঞ্জু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সারাদিন ব্যাপী প্রায় পাঁচশত দুস্থ ও অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ মোখলেছুর রহমান, ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান (রনি), ডাঃ এ.জেড.এম. ফরহাদ, ডাঃ ফারাবী মাহতাব ধূসর, ডাঃ সানজিদা খান, ডাঃ ইসরাত জাহান।