শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামীকাল গৌরাঙ্গ বাজার বারী মার্কেটের দোতলায় অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে শহরের গৌরাঙ্গবাজারে আনন্দঘন ও উৎসুব মুখোর পরিবেশ লক্ষ করা যাচ্ছে প্রার্থী, ভোটার ও সমর্থকদের মধ্যে। প্রতিদিনই সন্ধার পর নেমে আসে প্রার্থীর সমর্থকদের আনন্দময় প্রচারনা। যা নির্বাচনকে আরো প্রানবন্ধ ও উৎসবে পরিনত করেছে।
প্রধান নির্বাচন কমিশন জনাব আতিকুর রহমান পিন্টু বলেন, স্হানীয় ভাবে কিশোরগঞ্জে যতগুলো নির্বাচন অনুষ্টিত হয়, তার মধ্যে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠ নির্বাচনের একটি রোলমডেল। এখানে সকল প্রার্থী ও ভোটাররা কমিশনের সকল নিয়ম পালন করে অত্যন্ত সু-শৃংখলভাবে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন, বিগতদিনের নির্বাচন যার উদাহরণ। নির্বাচনকে সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার লক্ষে আইন শৃংখলা বাহিনী ও প্রসাশনকে অবহতি করা হয়েছে। এবার ৪৯৯ জন ভোটারের মধ্যে, সভাপতি পদে – দুইজন, সাধারন সম্পাদক পদে- দুইজন ও অন্যান্য সম্পাদকমন্ডলির পদে আরো আটজন প্রতিধন্ধিতা করছে। আশা করি এবারও সকলের সহযোগীতায় নির্বাচন সম্পুর্ন সুষ্ঠভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।