muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের  কমিটি গঠন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে , সংবিধান অনুযায়ী কিশোরগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি সময় মতো নির্বাচন করতে না পারায় এ কমিটি গঠন করা হয়। রোববার রাতে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে বিদায়ী সভাপতি দৈনিক আজকের দেশ সম্পাদক কাজী শাহীন খানের সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভায় দৈনিক  আজকালের খবরের জেলা প্রতিনিধি সাংবাদিক এ. বি. এম লুৎফর রাশিদ রানাকে আহ্বায়ক ও বাংলার দৃষ্টি সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসাইন রনিকে সদস্য সচিব করে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- দৈনিক আজকেরদেশ নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম নুরু, দৈনিক আমাদের সময়েরজেলা প্রতিনিধি শেখ মাসুদ ইকবাল ও শুভ-আল-মাহমুদ।

প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অনাহুত পরিস্থিতির কারণে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন না হওয়ায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ এর ধারা ৫ এর প্রদত্ত ক্ষমতাবলে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

Tags: