শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ ক্লাবের আয়োজনে টেনিস টুর্নামেন্ট ২ ডিসেম্বর বিকাল ৫টায় কিশোরগঞ্জ টেনিস মাঠে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। কিশোরগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট আহ্বায়ক মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও শেখ ফরিদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাসউদ, ধর্ম বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগ শামছুল ইসলাম খান মাসুম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রিপন রায় লিপু।
প্রধান অতিথি আজকের খেলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাইদ বনিস ডাঃ রমজান মাহমুদ দলের খেলায় বেলুন ও কবুতর উড়িয়ে ব্যাট দিয়ে বল মেরে আনুষ্টানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন আগামী পাঁচ তারিখ ফাইনাল খেলায় যুব ও ক্রীড়া উপ-প্রতিমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত থাকার কথা রয়েছ।