muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ফুড ক্যাসেল ডেইলী শপের রেফেল ড্র অনুষ্টিত

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ শহরের বড়বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ১ ডিসেম্বর রাত ৮:০০টায় ফুড ক্যাসেল ডেইলী শপের রেফেল ড্র অনুষ্টিত হয়েছে। রে

ফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ। ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক- মোঃ ওসমান গণি, ইসলামী ব্যাংকের ব্যাবস্থপক মহিউদ্দীন তাহা, ব্যাংকের সিনিয়র অফিসার ও সমিতির কর্মকর্তাগন।

প্রধান অতিথির হস্তে চালনায় প্রথম পুরস্কার এক ভরি সোনার নেকলেস বিজয়ী পাকুন্দিয়ার আরজু, দ্বিতীয় পুরস্কার ১৯” এল এ ডি টিভি বিজয়ী কটিয়াদির রাজকুমার (০১৭১৫১৪০০৩৮), তৃতীয় পুরস্কার ডিনার সেট বিজয়ী নাহিদ ইসলাম (০১৭১১০০১০৮৮), চতুর্থ পুরস্কার স্মার্ট ফোন বিজয়ী একরামপুরের রিফা (কূপন নং ৩৩০)।

ফুড ক্যাসেল ডেইলী শপের সত্বাধিকারী মাজহারুল ইসলাম কিরন জানান- এক হাজার টাকার পন্য ক্রয়ের বিপরীতে প্রতি ক্রেতার মধ্যে একটি কূপন দেওয়া হয়, শুরু থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট কূপন জমা হয় ২১৭৭টি, ১লা ডিসেম্বর তারিখ ড্রয়ের ঘোষনা ছিল।

Tags: