muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর ।। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরওয়ানা জারি করে আদালত। তার প্রতিবাদে যুবদল দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দেয়। তারই অংশ হিসাবে জেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কিশোরগঞ্জ জেলা যুবদল।

মিছিলটি বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের আখড়া বাজার এসে মিলিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা নূর মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা যুবদলের আহব্বায়ক শরিফুল ইসলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা তুলে নিয়ে সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ তৈরির আহব্বান জানিয়ে বলেন, সরকার যদি নির্বাচন নিয়ে তালবাহানা করে, যুবদল আর ঘরে বসে থাকবেনা। তীব্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের দিকে ডাক দেওয়া হবে। মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন জেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক বাহার উদ্দিন বাহার, জেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মনিরুজ্জামান সহ আরও অনেকে।

Tags: