নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। রিনোসান্স সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মহিষবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে ও নবসুর সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের সদস্য জনাব সাদেকুর রহমান সাদেক, মহিষবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন আকন্দ।
প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে গুরুত্ববহ বক্তব্য পেশ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বি,এস,সি অর্নাস এম,এ জনাব আল আমিন। বক্তব্য রাখেন শৈলজানী আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আ: জব্বার, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসনের শিক্ষার্থী জনাব রুহুল আমিন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর রহমান সহ স্থানীয় শিক্ষাবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনকে সম্মাননা ও ২০০জন শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। তৃণমূলে এ ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম হওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীকে আবেগ আপ্লুত দেখা গেছে।