সাহিত্য ও সংস্কৃতি ।।
আমি কিন্তু মা হতে চলেছি : নির্মল রায়
==============================
আমি কিন্তু মা হতে চলেছি!
দেহভরা উত্তাল যৌবনের পসরায়,
শুধুই একান্ত বেঁচে থাকার শেষচেষ্টায়
ভব জগতে ভাসতে ভাসতে –
সাধ্যাতীত চিত্তের আর্তিকে তীব্রতর করে
অখ্যানে আবরণ খুলে সাধকের বাঁশির সুরে।
সত্যানেষী ইন্দ্রিয়গ্রাহ্য জগতে এসে সংস্পর্শের কাছাকাছি-
জেনে রাখ পৃথিবী – আমি কিন্তু মা হতে চলেছি।
মনস্বিতা প্রসূত বোধায়িত প্রজ্ঞায়
সত্যের উপলদ্ধিতে যখন আমি শাশ্বত;
জগতের অন্তরালে বিরাজিত পরমসত্তার রুপবিভূতি,
শীঘ্রই আমি ছেপে যাবো নতুন পদাঙ্কের ফলক,
আমাদের সৃষ্টিশীল পরম্পরার সংস্কারে-
ক্রমপরিশীলত মননের শুদ্ধ স্বাক্ষরে।
দেহভরা উত্তাল যৌবনের পসরায়,
শুধুই একান্ত বেঁচে থাকার শেষচেষ্টায়
ভব জগতে ভাসতে ভাসতে –
সাধ্যাতীত চিত্তের আর্তিকে তীব্রতর করে
অখ্যানে আবরণ খুলে সাধকের বাঁশির সুরে।
সত্যানেষী ইন্দ্রিয়গ্রাহ্য জগতে এসে সংস্পর্শের কাছাকাছি-
জেনে রাখ পৃথিবী – আমি কিন্তু মা হতে চলেছি।
মনস্বিতা প্রসূত বোধায়িত প্রজ্ঞায়
সত্যের উপলদ্ধিতে যখন আমি শাশ্বত;
জগতের অন্তরালে বিরাজিত পরমসত্তার রুপবিভূতি,
শীঘ্রই আমি ছেপে যাবো নতুন পদাঙ্কের ফলক,
আমাদের সৃষ্টিশীল পরম্পরার সংস্কারে-
ক্রমপরিশীলত মননের শুদ্ধ স্বাক্ষরে।
তুমি শুধু বাহবা দিয়ো
নীরব বেদনার অব্যক্ত
চিৎকারের মধ্যে
তুমি শুধু আম্র প্রাপ্য সম্মানটুকু দিও,
যতক্ষণ বেঁচে পরে আছি
জলে ভাসা হৃদয় শ্যাওলা;
আমি কিন্তু মা হতে চলেছি। –
জেনে রেখো পৃথিবী জেনে রেখো-
আমিও কচুপাতার জলে ঢলেছি
অন্যদের মতোই সকাল বেলা,
নিছক লীলাবৈচিত্র্যের মুক্তো স্বরুপ অনুসন্ধানে;
এক রহস্যাবৃত জালের অন্তরালে,
আমি আমার ধ্বজাদন্ড অভ্রভেদী অহংকার-
নিজ হাতে চূর্ণ করে –
করছি বোধ আত্মসমর্পন।
নীরব বেদনার অব্যক্ত
চিৎকারের মধ্যে
তুমি শুধু আম্র প্রাপ্য সম্মানটুকু দিও,
যতক্ষণ বেঁচে পরে আছি
জলে ভাসা হৃদয় শ্যাওলা;
আমি কিন্তু মা হতে চলেছি। –
জেনে রেখো পৃথিবী জেনে রেখো-
আমিও কচুপাতার জলে ঢলেছি
অন্যদের মতোই সকাল বেলা,
নিছক লীলাবৈচিত্র্যের মুক্তো স্বরুপ অনুসন্ধানে;
এক রহস্যাবৃত জালের অন্তরালে,
আমি আমার ধ্বজাদন্ড অভ্রভেদী অহংকার-
নিজ হাতে চূর্ণ করে –
করছি বোধ আত্মসমর্পন।
সমস্ত জৈবিক পাপের প্রাণলীলায়
ঐশ্বর্য ও অহঙ্কারের নিগড় ভেঙ্গে-
আজ এই গর্ভে মহৎ বিক্ষোভ অঙ্গীকার —
আমি কিন্তু মা হতে চলেছি..! –
ঐশ্বর্য ও অহঙ্কারের নিগড় ভেঙ্গে-
আজ এই গর্ভে মহৎ বিক্ষোভ অঙ্গীকার —
আমি কিন্তু মা হতে চলেছি..! –
হে পৃথিবী তুমি শুধু একবার স্বাগত জানাও
অন্যদের মতো,অলো-অন্ধকারের দ্বন্দের মতো নও
আমার এই অনাহূত নবীন যাত্রীকে..!
অন্যদের মতো,অলো-অন্ধকারের দ্বন্দের মতো নও
আমার এই অনাহূত নবীন যাত্রীকে..!
তাকে দিয়ো নতুন পাঠ যেন মানুষ হতে পারে,
আদর্শতার মর্যাদাভূক্ত করে।
প্রাণই সত্য! পাপই মিথ্যা, আমারই পাপ, আমারই গর্ভসত্য…
আদর্শতার মর্যাদাভূক্ত করে।
প্রাণই সত্য! পাপই মিথ্যা, আমারই পাপ, আমারই গর্ভসত্য…
আজ আমার লজ্জ্বা বাধে না,আমি গর্বিত-
প্রাণস্ফুর্তির চির চিৎকার শোন জগৎ শোন…
প্রাণস্ফুর্তির চির চিৎকার শোন জগৎ শোন…
আমি মা হতে চলেছি।
Tags: