muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বর্ণিল সাজে সেজেছে ইবি : কাল সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক ।। আগামীকাল ৭ জানুয়ারি, ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে সরকারিভাবে দেশের ইসলামী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এতে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ের সম্মানিত অধ্যাপকবৃন্দ ও বুদ্ধিজীবিরা উপস্থিত থাকবেনন।

ইতোমধ্যে ১০ হাজার গ্র্যাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট সেই শুভক্ষণের অপেক্ষায়। দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত প্রাক্তন ছাত্ররা ইতোমধ্যে কুষ্টিয়া অবস্থান করছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ছড়িয়ে পড়েছে উতসবের আমেজ।

স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। বহু আন্দোলন, সংগ্রামের পথ পারি দিয়ে গণমানুষের বহুল প্রত্যাশার প্রতীক হয়ে ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। রয়েছে ১৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত নয়নাভিরাম ক্যাম্পাস। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদে ৩৩টি বিভাগে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

Tags: