muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

ছড়ানোর আগেই ক্যান্সার নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার

ca
গবেষকরা সম্প্রতি ক্যান্সার নিরাময়ে নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতিতে ক্যান্সার কোষ ছড়ানোর আগেই তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।

নতুন আবিষ্কৃত পদ্ধতিতে টিউমার থেকে ক্যান্সারে রূপান্তরের আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে ক্যান্সার বড় হতে পারবে না এবং দেহেও ছড়াবে না।
সাধারণত টিউমার সেলগুলো কিছুদিন পর রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং রোগীর জীবনহানির পরিস্থিতি তৈরি করে। কিন্তু গবেষকরা এবার এ পদ্ধতি বন্ধ করার উপায় উদ্ভাবন করেছেন বলে দাবি করছেন।
গবেষণাটি করেন ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউট এবং ইউনিভার্সিটি অব কোপেনহেগেন একটি ওষুধ প্রদর্শন করেছেন। এ ওষুধটি টিসুগুলোকে টিউমারের মধ্যেই আবদ্ধ রাখে এবং তা দেহে ছড়াতে বাধা দেয়।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ইএমবিও রিপোর্টস জার্নালে।

Tags: