মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বাংলাদেশে পর পর দুই বিদেশি নাগরিক হত্যার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদেশিরা। নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্ক (ট্রাভেল এলার্ট) করেছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিদেশি নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কূটনীতিকদের ব্রিফ করবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানে অবস্থিত কূটনৈতিক এলাকায় ২৮ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। এ ঘটনার পাঁচ দিনের মাথায় ৩ অক্টোবর রংপুরে প্রায় একই কায়দায় হত্যা করা হয়েছে জাপানের নাগরিক হোসি কোনিওকে।