সাহিত্য ও সংস্কৃতি ।।
নারী তুমি কেন এমন
অদ্ভুট যেন পানির মতন,
যে পাত্রে রাখা হয়
করো তারই আকার ধারণ..!
তুমি—
কখনো কোমল
কখনো কঠোর
কখনো দুর্নিবার
ভূ-কম্পের মতন
তুমি মা,তুমি বোন
তুমি রমনী,তুমি গৃহিণী
সর্বক্ষেত্রে তুমিই তো
তবু কেন তুমি এতো অবহেলিত?
মায়ের মতো ছায়া হয়ে
বোনের মতো মায়া দিয়ে,
করেছ জগৎ লালন
তোমার মতো তো হয় না কেউই আপন
পুরুষ আজ সমাজে শ্রেষ্ঠ
নারীরা রয়েছে বঞ্চিত,
নারীদের আজ নেই কোন মান
তাদের করা হয় শুধুই অসম্মান।
আজ সমাজে নারীদের
অহরহ হচ্ছে সম্মানহানী,
ভুলে গেছে পুরুষ….!
কোন না, কোন নারী
তার মা,বোন, রমনী।
জেগে ওঠো নারী, জেগে ওঠো রুখে দাঁড়াও আজ,
তুমিই করতে পারবে সমাজের সকল অন্যায়ের বিনাশ।