সজীব আহমেদ ।। কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রাইভেট কারে করে গাঁজা পাচারের সময় কুলিয়ারচর থেকে মো. ওমর ফারুক (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে
আজ ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে কুলিয়ারচরে ছয়সূতী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় প্রাইভেট কারে তল্লাসি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুককে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার
ইসমাইল ভূইয়ার ছেলে।
র্যাব-১৪ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান দুপুর ০২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ গোলচত্তরে চেকপোস্ট স্থাপন করি। কিছুক্ষণ পর ঢাকা মেট্রো-গ ১১-৫৪৮৩ প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে চলে যায়। তখন ভৈরব ক্যাম্পের আভিযানিক দল প্রাইভেটকারের পিছু ধাওয়া করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ছয়সূতী এলাকায় প্রাইভেকারটিকে চালকসহ দুপুর ০২,৩০ মিনিটে আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারের আনুমানিক মূল্য তের লাখ টাকা।
আসামির ওমর ফারুককে বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিলের ৭(খ)/২১ ধারায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা প্রক্রিয়াধীন।
Tags: