রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। নেত্রকোনার কেন্দুয়া থানাধীন রাইজুরা এলাকা হতে তালিকা ভূক্ত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজী মামলার আসামী আবু তাহের (৫০) কে পিস্তল, রিভলবার, গুলি ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প। ২০ জানুয়ারী বিকেলে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেঃ এম শোভন খান, (এস) বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলার আসামী এবং তাহের বাহিনীর প্রধান আবু তাহের (৫৫), পিতা-মৃত আঃ কাদির, মাতা-আলফুজান বিবি, সাং-রাইজুরা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা তার অপরাপর সহযোগীসহ বর্ণিত ঠিকানায় চোরাই মালামাল ও অবৈধ মাদক আমদানী করে কোন ধর্তব্য অপরাধ সংঘঠনের জন্য পরিকল্পনা করছে মর্মে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন রাইজুরা গ্রামের আবু তাহের এর আধাপাকা বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আবু তাহের (৫৫) কে গ্রেফতার পূর্বক তার বসত ঘর তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি রিভলবার, ০৭ রাউন্ড গুলি ও ০২টি ধাঁরালো অস্ত্র উদ্ধার করেন।
উল্লেখ্য, আবু তাহের নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার তালিকা ভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তাহের (৫৫) কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা এবং নেত্রকোনা জেলাসহ বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র সরবরাহ করে থাকে। আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অৎসং অপঃ এর ১৯অ ধারা মোতাবেক নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।