বিনোদন ডেস্কঃ বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করতে অনীহা প্রকাশ করেছেন। সম্প্রতি নতুন একটি ছবি অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছে আলিয়া ভাট। কথা ছিল এই ছবিতে তার বিপরীতে থাকবেন ইমরান হাশমি। কিন্তু আলিয়ার সঙ্গে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন ইমরান।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়,
আলিয়া ভাট ও ইমরান হাশমি একে অপরের কাজিন। তাদের পারিবারিক যোগাযোগও ভালো। তাছাড়া আলিয়াকে ছোট বোনের মতোই স্নেহ করেন ইমরান। এ কারণে আলিযার সঙ্গে কোনো ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করা ইমরানের পক্ষে সম্ভব নয়।
এ প্রসঙ্গে ইমরান হাশমির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আলিয়া অত্যন্ত মেধাবী অভিনেত্রী। কিন্তু তার সঙ্গে কোনো রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ছোট বেলা থেকেই ভাই-বোনের মতো বড় হয়েছি আমরা।’
এদিকে ছবির নাম এখন চূড়ান্ত হয়নি। পাশাপাশি অভিনেতাও চূড়ান্ত হয়নি। তাই ছবিটি নিয়ে বেকায়দায় পরেছেন পরিচালক।