muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শোক শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সহচর অাবুল হাশেম

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। শোক, শ্রদ্ধা আর চোখের জলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিক মো. আবুল হাশেম চৌধুরী চিরনিদ্রায় শায়িত হলেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে করিমগঞ্জ পৌর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে বাবার কবরের পাশে দাফন করা হয়। এর আগে জোহরের নামাজের পর করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ২০ হাজারেরও বেশি মানুষ তার জানাজা নামাজে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা অাওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল অাহসান শাহজাহান, অাওয়ামী লীগের সাবেক এমপি ড. মিজানুল হক, বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন অাহমেদ, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ অাফজাল, সিনিয়র যুগ্ম অাহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট শাহ অাজিজুল হক, যুগ্ম অাহ্বায়ক ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ অাশফাকুল ইসলাম টিটু, করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী অাব্দুল কাইয়ুম, করিমগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের অাহ্বায়ক অালহাজ নাসিরুল ইসলাম খান অাওলাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। জানাজা নামাজের অাগে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

আবুল হাসেম চৌধুরীর মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া বিরাজ করছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন বর্ষীয়ান এ অাওয়ামী লীগ নেতা। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Tags: