আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মুকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মায়েদের পা ধুয়ে রুমাল গামছা দিয়ে মুছে দিলেন। এতে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবকরা।
মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত মিড ডে মিল অনুষ্ঠানের পরে কোমলমতি শিক্ষার্থীরা তাদের মায়ের পা সাবান দিয়ে ধুয়ে দেন। পরে রুমাল গামছা দিয়ে তা মুছে দেন।
স্কুল কর্তৃপক্ষ জানান, মায়েদের প্রতি সন্তানের আরো মমত্ববোধ বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে বিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ড্রেস ও টিফিনবক্স বিতরণ করা হয়।
মিড ডে মিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাজ্জাদ হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অমিতাভ দেবনাথ,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোখলেছ উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, লতিবাবাদ ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক লীনা নাজনীন,সহকারী শিক্ষক রহমত উল্লাহসহ অন্যন্য শিক্ষক ও এলাকাবাসী।