muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে রশিদাবাদের কৃষক মফিজ উদ্দিন সবজি আবাদে সফলতা

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের মধ্যপাড়ার কৃষক মফিজ উদ্দিন সবজি আবাদে সফলতা কুড়িয়েছে। নিজ বাড়ির সামনে ৬ কাটা জমিনে এই প্রথমবারের মত তিনি খিড়া চাষাবাদ করেছেন।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেল নিজ জমি থেকে খিড়া উত্তোলন করছেন মফিজ উদ্দিন ও তার সহকর্মী বাচ্চু মিয়া। সপ্তাহে দু বার তিনি জমি থেকে উৎপাদিত এসব খিড়া জেলা শহরে বিক্রি করে থাকেন।

তিনি জানান, খিড়া আবাদের ৬০ দিনের মধ্যেই ফলন ধরে থাকে। আমার জমি তৈরীতে মাত্র ৫ হাজার টাকার মত খরচ হয়েছিল। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার টাকার মত খিড়া বিক্রি করেছেন। তিনি আরও বলেন, অনেকের ধারণা ছিল যে উজান এলাকায় এ জাতীয় খিড়া আবাদ হবে না। তাই আমি নিজেই দেশীয় জাতের খিড়া আবাদ করেছি। আমার জমিতে উৎপাদিত খিড়া আল্লাহর রহমতে ভালই হয়েছে। জমিতে কোন কীটনাশক ও সার প্রয়োগ করিনি। তবে এই শীতের কুয়াশায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। আবহাওয়া অনূকুলে থাকলে আরও ভালো ফলন পেতেন বলে জানান।

Tags: