মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি ।। অজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হেলপিং বেবীজ ব্রিথ ট্রেনিং এর সমাপনী প্রশিক্ষন কর্মশালা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান।
এ সময় তাঁর সাথে ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান ও এমওসিএস ডাঃ মোঃ মাজহারুল ইসলাম ভুইয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের আগে সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান ,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান ও এমওসিএস ডাঃ মোঃ মাজহারুল ইসলাম ভুইয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর কেন্দ্রীয় কাউন্সিলর লায়ন ডাঃ বুলবুল আহম্মদ ও ডাঃ মোঃ নিয়ামুল ইসলাম।
এ সময় সাথে ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মামুন-উর-রশিদ ও ডাঃ নিশাত শারমিন জিনিয়া সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান হাসপাতালের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।