muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভৈরবে অকেঁজো পুলিশ ফাঁড়ির নতুন করে চালুর দাবিতে মানবন্ধন

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জে ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নে ভৈরব-ময়মনসিংহ  সড়কের সন্ধ্যা হলেই প্রতিনিয়ত সিএনজি, মোটরসাইকেল আটকিয়ে ডাকাতদল দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটালেও কোন প্রতিকার নেই।
সড়কে পাশে ডাকাতি প্রতিরোধে আজ (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ভৈরব-ময়মনসিংহ কালিকা প্রসাদ পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী।
কালিকাপ্রসাদ ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো: ফারুক মিয়ার নেতৃত্ব মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন  ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি নজরুল ইসলাম খান, সাংগঠানিক সম্পাদক হাসান মোহাম্মদ শামীম, ইউনিয়ন পাদুকা শিল্প সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
এসময় রাস্তার পাশে থাকা ঝোপ জঙ্গলে থাকা গাছ কর্তন করে। রাস্তা বন্ধ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে সড়কের দুদিকেই আটকা পড়ে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইক সহ শতশত যানবাহন
ফলে যাত্রীরা দূর্ভোগের শিকার হন।
এই সময় মোঃফারক মিয়া বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ১৯৯৬ সালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদে হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন করেন।
ভৈরব স্টেডিয়াম সংলগ্ন ভৈরব হাইওয়ে থানা স্থপাতি হলে গত ২০১৬ সালের সেপ্টেম্বরে ফাঁড়িটি বিলুপ্ত হওয়ায় ওই ফাঁড়ির কার্যক্রম বন্ধ হয়। এখন পুলিশ ফাঁড়িটি অকেঁজো অবস্থায় রয়েছে।
যার ফলে পূর্বের ফাঁড়ি এলাকায় আঞ্চলিক সড়কে সন্ধ্যার পর বিভিন্ন যানবাহন আটকিয়ে ডাকাতি করে পথচারিদের সর্বস্থ লুটে নেয়। তাদের দাবি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে পুনরায় ওই স্থানে পুরোনো পুলিশ ফাঁড়িটি যেন চালু করা হয়।
এ ফাঁড়ি চালু হলেই ওই এলাকায় ডাকাতি অনেকটা কমে যাবে মনে করেন এলাকাবাসী।

Tags: