muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৮ বছরে ১২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট

ডেস্ক রিপোর্ট ।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, বিগত ৮ বছরে ১ হাজার ২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ২২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় হয়েছে।

সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর (নারায়ণগঞ্জ-২ এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিসিবি ২০০৯-১০ অর্থবছরে ১০৪ কোটি ৩ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩৯ কোটি ৪৮ হাজার টাকা, ২০১১-১২ অর্থবছরে ১২৯ কোটি ৮২ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১০১ কোটি ১ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৬ কোটি ৮২ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৫ কোটি ২২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১৮১ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে।

তিনি বলেন, বিসিবিকে সরকার কোনো অর্থ দেয় না। সব কাজ তারা নিজস্ব অর্থায়নে নির্বাহ করে।

সংসদ সদস্য সালমা ইসলামের (ঢাকা-১) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর ক্রীড়াসামগ্রী ৮ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার টাকা এবং ৬৪ জেলা ক্রীড়া সংস্থাকে ১ লাখ টাকা করে দেওয়া হয়। চলতি অর্থবছরে ৪৯০টি উপজেলা ক্রীড়া সংস্থাকেও ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনসমূহ  এবং জেলা-উপজেলা পর্যায়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ হতে নিয়মিত প্রশিক্ষক প্রেরণ করা হয়।

Tags: