আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জের আলোচিত সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার কিশোরগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক আব্দুছ ছালাম খান এ আদেশ দেন।
প্রসঙ্গত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম কিশোরগঞ্জে কর্মরত থাকা অবস্থায় ভূমি অধিগ্রহণ বাবদ পাঁচ কোটি টাকা আত্মসাত করেন মর্মে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তাকে পিরোজপুর জেলায় বদলি করা হয়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল ঘটনার তদন্ত করে গত ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় সেতাফুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দুর্নীতির মামলায় গত ১৭ জানুয়ারি পিরোজপুর জেলার সার্কিট হাউসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখান থেকে রবিবার তাকে কিশোরগঞ্জে আনা হয়।