তথ্য প্রযুক্তি ডেস্কঃ ফোনের পর এবার নিজস্ব ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট। মঙ্গলবার সংস্থার অনুষ্ঠানে তিনটি ফোনের সঙ্গে প্রকাশ্যে আনা হল ল্যাপটপও। উইন্ডোজ ১০-এই চলবে এই ল্যাপটপ।
গত জুলাই মাসে সামনে আসে উইন্ডোজ ১০। এবার স্যামসাং আর অ্যাপলকে টেক্কা দিতেই উঠে পড়ে লেগেছে মাইক্রোসফট।
ল্যাপটপটির দাম পড়বে প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা। ২৬ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে এটি। ল্যাপটপে থাকছে ১৩.৫ ইঞ্চির স্ক্রিন। এই ল্যাপটপ আনায় মাইক্রোসফটের শেয়ার বেড়েছে অনেকাংশেই।
Tags: