muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

এবার নিজস্ব ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট

laptop
তথ্য প্রযুক্তি ডেস্কঃ ফোনের পর এবার নিজস্ব ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট। মঙ্গলবার সংস্থার অনুষ্ঠানে তিনটি ফোনের সঙ্গে প্রকাশ্যে আনা হল ল্যাপটপও। উইন্ডোজ ১০-এই চলবে এই ল্যাপটপ।

গত জুলাই মাসে সামনে আসে উইন্ডোজ ১০। এবার স্যামসাং আর অ্যাপলকে টেক্কা দিতেই উঠে পড়ে লেগেছে মাইক্রোসফট।
ল্যাপটপটির দাম পড়বে প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা। ২৬ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে এটি। ল্যাপটপে থাকছে ১৩.৫ ইঞ্চির স্ক্রিন। এই ল্যাপটপ আনায় মাইক্রোসফটের শেয়ার বেড়েছে অনেকাংশেই।

Tags: