ডেস্ক রিপোর্ট।। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, সবার সহযোগিতা পেলে বাংলাদেশ পুলিশ সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাবে।
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সদ্যবিদায়ী মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশে আমূল পরিবর্তনে প্রাক্তন পুলিশ মহাপরিদর্শকদের প্রশংসা করে জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশে পরিবর্তন শুরু হয়েছে আইজিপি নূর মোহাম্মদের সময় থেকে। পরবর্তী সময়ে হাসান মাহমুদ খন্দকারও এই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। বিগত তিন বছর ধরে এ কে এম শহীদুল হকও সফলতার সঙ্গে কাজ করে গেছেন।
Tags: