আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক।। কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই ( নিসচা) এর কার্যকরী পরিষদের দিনব্যাপী অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার কিশোরগঞ্জের প্রাকৃতিক মনোরম পরিবেশের নেহাল গ্রীণ পার্কে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচার জেলা শাখার সভাপতি মো.তৌফিকুজ্জামান খান। আলোচক ছিলেন নিসচার উপদেষ্টা প্রফেসর রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দৌলন,শিল্পী আবুল হাশেম বাঙালি, মো.মতিউর রহমান, আলহাজ¦ এরশাদ উল্লাহ, হুমায়ুন কবীর, এম এ হালিম তালুকদার প্রমুখ।
দেলোয়ার হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠানে কার্যকরি পরিষদকে পরিচয় করিয়ে দেন তারা হলেন, নিসচার সহ-সভাপতি ইঞ্জিঃ এম এ কাইয়ূম, হাকিম মতিউর রহমান,সাধারন সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম,সহ- সাধারন সম্পাদক- সাংবাদিক শফিক কবীর, মোঃ মুর্শিদ উদ্দীন ও জিয়াউর রহমান,অর্থ সম্পাদক- মোঃ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক- নিজাম উদ্দীন শাহীন, দপ্তর সম্পাদক- শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক- মশিউর রহমান কায়েস, প্রকাশনা সম্পাদক- বাবু বিজন কান্তি বনিক, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক- সাংবাদিক আমিনুল হক সাদী, আইন বিষয়ক সম্পাদক- এডঃ মোঃ গোলাম সারোয়ার, সাংস্কৃতিক সম্পাদক- এম বি এম হামিদুল হক মুকুল, সমাজ সেবা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ ফুরকান উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ রুবী ইসলাম এবং যুব বিষয়ক সম্পাদক- মোঃ জুয়েলুর রহমান জুয়েল ও ২০ জন কার্যকরী সদস্যের সমন্বয়ে সর্বমোট উনচল্লিশ সদস্যের পুর্নাঙ্গ কমিটি।
পরে বিভিন্ন ইভেন্টে নানা রকমের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে ছিল মনোমুগ্ধকর স্থানীয় ও জাতীয় এবং বেতার টেলিভিশনের শিল্পীদের গান। পরিশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ গ্রহন কারী প্রতিযোগিতায় বিজয়ী ও র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি নিরাপদ সড়ক চাইয়ের কার্যকরী পরিষদের সদ্যসা ছাড়াও তাদের পরিবার পরিজন ও আত্বীয় স্বজনেরা অংশ নিয়েছিল। সব মিলিয়ে নেহাল গ্রীণ পার্কে আনন্দে উৎসাহে অতিবাহিত করে দিনটিকে নিরাপদের সদস্যরা।