সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদকে ভুষিত হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে এক অভিনন্দন সভার আয়োজন করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার পক্ষ থেকে বিকাল পাচঁটায় পৌর শহীদ মিনার চত্বরে এই অনন্দসভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম. বাকী বিল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও ভৈরব শাখার সাধারন সম্পাদক মো. আলাল উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন.দৈনিক পূর্বকন্ঠ ও সাপ্তাহিক দিনের গান এর সম্পাদক সোহেল সাশ্র“, বাংলাএকাডেমির সদস্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক অধ্যাপক শহীদুল্লাহ,সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না,সহ- সাধারন সম্পাদক তাহমিনা কায়সার, অর্থ সম্পাদক জালাল আহমেদ, দপ্তরসম্পাদক মো. নাজমুল হক,প্রচার সম্পাদক মো. উছমান গনি,প্রকাশনা সম্পাদক মো. জসিমউদ্দিন রবিন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন,সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব,মহিলা বিষয়ক সম্পাদক আফসানা জাহান,যুব বিষয়ক সম্পাদক তানভির আহমেদ,কার্যকরি সদস্য সাংবাদিক তুহিন মোল্লা,মো জাকির হোসেন,আদিল উদ্দিন আহমেদ আদিল,মো. ইকবাল হোসেন ভূইয়া ,মো. মিজানুর রহমান পাটোয়ারি,মো. আসাদুজ্জামান বাবুল, মুহাম্মাদ মনিরুজ্জামান ও মো. নুরুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইলিয়াস কাঞ্চন এখন কোন ব্যাক্তি নন তিনি এখন ইতিহাস। সড়ক দুর্ঘটনা রোধ কল্পে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলা চলচিত্রের জীবন্ত কিংবদন্তি জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এখন বিশ্বের রোল মডেল। বর্তমান সরকার ২০১৮ সালের সমাজসেবায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতি স্বরুপ ইলিয়াস কাঞ্চনকে সম্মান জনক এই একুশে পদকের ভূষিত করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভৈরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানান।
বক্তারা আরো বলেন ,সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিরাপদ সড়ক চাই নানাবিধ কার্যক্রমে ইতিমধ্যে প্রশাসন সহ ভৈরব বাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।আগামী দিনের তাদের কার্যক্রম অধিক ভাবে গতিশীল করবে বলে বক্তার অভিমত ব্যক্ত করেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ৭১ টিভি ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, .দৈনিক পূর্বকন্ঠ ও সাপ্তাহিক দিনের গান এর ব্যবস্থাপনা সম্পাদক মিলাদ হোসেন অপু , মুক্তিযোদ্ধার কন্ঠ ও ktv বাংলার ভৈরব প্রতিনিধি সজীব আহমেদ। আলোচনা শেষে মরহুম জাহানারা কাঞ্চন সহ সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আনন্দঘন মুহূর্তে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
Tags: