সাহিত্য ও সংস্কৃতি ।।
অপবিত্র ভালোবাসা
এঞ্জেল স্বর্না টুসি
ভালোবাসা বলতে বুঝনা তুমি
হাতে হাত রেখে চলা
ভালোবাসা তোমার কাছে
সর্বনাশী খেলা।
ভালোবাসা বলতে সেটা নয়
তোমার জন্য দিতে পারি জান
নিত্য নতুন ভালোবাসায়
কেড়ে নিব তোমার প্রান।
ভালোবাসা নয় তোমার কাছে
বুঝবো মনের জ্বালা
তোমার কাছে ভালোবাসা
শরীল-শরীল খেলা।
ভালোবাসা মানে বুজলে না তুমি
ধরবো তোমার হাত
তোমার ভালোবাসা নেশার মত
যাচ্ছেতো সময়, এভাবেই না হয় কেটে যাক।
বুঝলে না তুমি,বুঝলে না বোকা
ভালোবাসার মানে
সবসুখ খুজলে শুধু
রমণীর দেহ পানে।
Tags: