আমনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। জেলা পর্যায়ে এবারও কিশোরগঞ্জে শুরু হলো সাত দিনব্যাপী বৃহত্তর বইমেলা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-পাখি উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য দিলারা বেগম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সুচনা বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল।
১৭ -২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বই মেলা চলবে । মেলায় ১৭৪ টি স্টল স্থাপিত হয়েছে। এতে প্রতিদিনেই থাকছে আলোচনা,কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।