আমনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৭ তম বার্ষিক সদস্যসভা অনুষ্ঠিত হয়েছে। সভাশেষে বোর্ড সদস্যদের নিয়ে নির্বাচনে পাঁচবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলার পরিচালক মোঃ সাদেকুর রহমান, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মহিলা পরিচালক কোহিনুর বেগম। অন্যন্য পদে পদে সহ-সভাপতি মোঃ হাফিজুল হক ও কোষাধ্যক্ষ জান্নাতুন নাহার। প্রথম পর্বের সদস্যসভায় সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি সাদেকুর রহমান। এতে চেয়ারম্যানের বাণী পাঠ করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী অসীত কুমার ভৌমিক,জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মনির উদ্দিন মজমদার, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন মোঃ শাহ আলম। বক্তৃতা করেন, শফিকুল ইসলাম মানিক, ইটনা মিঠামইন পরিচালক মোঃ ইদ্রিস আলী,কটিয়াদী পরিচালক কে.এম.বোরহান উদ্দিন,মহিলা পরিচালক জেসমিন আরা বেগম,জান্নাতুন নাহার প্রমুখ।
সভায় ৬১৬ জন গ্রাহক সদস্য রেজিষ্ট্রেশন পুর্বক উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন শ্রেণির নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী ৫০ জনকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
সদস্যসভাশেষে দ্বিতীয় পর্বে ২০১৮ সালের জন্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাহী কমিটির নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন পল্লী বিদুতায়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী অসীত কুমার ভৌমিক।
প্রসঙ্গত কিশোরগঞ্জ পল্লী বিদ্যুাতের সমিতির ৩ লাখ ১৭ হাজার ৫৮ জন বর্তমান গ্রাহক নিয়ে সুষ্ঠুভাবে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।