মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি ।। অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারী সামাজিক সংগঠন কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কুলিয়ারচর পৌর শহরের শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মর্নিং রোজ মডেল কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর পরিচালক জাকিয়া আক্তার, গ্লোরিয়াস কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর অধ্যক্ষ সৈয়দ নাদিম উল্লাহ, চিল্ড্রেনভিলা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ নয়ন মনি সাহা, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান ইমন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি রুবেল চন্দ্র দাস। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ভিতরন করেন।