muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ইতিহাস ঐতিহ্য বিষয়ক চতুর্দশ আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ।। রাজশাহী ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. ইয়াকুব আলী খানকে সম্মাননা স্মারক ও স্বর্ণ পদক দিয়েছে বাংলাদেশ ইতিহাস একাডেমী। শুক্রবার এশিয়াটিক সোসাইটির অডিটরিয়ামে ইতিহাস ঐতিহ্য বিষয়ক চতুর্দশ আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনে সম্মাননা স্মারক ও স্বর্ণ পদকটি তুলে দেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ। একাডেমীর সভাপতি অধ্যাপক কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানেরমুল প্রবন্ধ উপস্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচায ড. রঞ্জন চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন এশিয়াটিক রেসাসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস একাডেমীর নির্বাহী পরিচালক প্রফেসর ড.সামিনা সুলতানা। বক্তব্য রাখেন ইতিহাসবিদ ড. শরিফ উদ্দিন আহমেদ, ড.এ কে এম. শাহনেওয়াজ খান প্রমুখ। সম্মেলনে কয়েক শতাধিক ইতিহাসবিদ ও অধ্যাপক এবং ইতিহাস গবেষকগণ অংশ নেন।

Tags: