আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে বুদ্বিপ্রতিবন্দী ও অটিস্টিক শিশুদের শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র সুইড বাংলাদেশের কার্যালয়ে আলোচনা ও মতবিণিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান,সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, মিসেস খালেদা ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ানা চৌধুরী। পরে সুইড বাংলাদেশের কর্তৃক পরিচালিত বুদ্বিপ্রতিবন্দী ও অটিস্টিক শিশুদের প্রতিযোগিতা উপভোগ করেন অতিথিবৃন্দ। এর আগে প্রধান অতিথিকে ফুলেরতোড়া দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত ২০১১ সাল থেকে রাখুয়াইলে বুদ্বিপ্রতিবন্দী ও অটিস্টিক শিশুদের শিক্ষা প্রদান করে আসছে সুইড বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।