আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগরেঞ্জ মটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে বহু মটর সাইকেল চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাও দায়ের হয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী বিকেলে সদর উপজেলার লতিফপুর ইলিম সরকারের বাড়ীর জামে মসজিদের সামনে দৈনিক খবরপত্র ও ইউএনবির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ফকির প্রভাতী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের কিশোরগঞ্জ প্রতিনিধির ব্যবহৃত সাদা রংয়ের সুজুকী মটর সাইকেলটি (ঢাকা মেট্রো-হ-২৮-৬৫৪৩) রেখে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে দেখতে পান মটর সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে সাংবাদিক শফিকুল ইসলাম ফকির বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ৩৮ তাং ২০.২.১৮ ইং)। তিনি জানান, মটর সাইকেলটি চুরি হওয়ায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে গত সোমবার সকালে খরমপট্টি এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শরফুদ্দিন ভুইয়া সবুজের মটর সাইকেলটি (কিশোরগঞ্জ-ল-১১-৩০৮৭) গাড়ীটি চেম্বার থেকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, ১ লাখ ৪০ হাজার টাকা মুল্যের মটর সাইকেলটি দিনেরবেলায় চুরি হওয়ায় বিস্মিত হয়েছি। এ ঘটনায় অ্যাডভোকেট শরফুদ্দিন ভুইয়া সবুজ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৪০ তাং ২১.২.১৮ ইং)। এছাড়াও আর কয়েকটি মটর সাইকেল চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।