সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি শনিবার ২৪ ফেব্রুয়ারি অনুষ্টিত হয়েছে কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের ২০১৮-১৯ খ্রী:কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো:সায়দুল্লাহ মিয়াসহ নির্বাচন কমিশন এর সকল সদস্যদের ত্বত্তাবধনে সুষ্ট ও সুন্দরভাবে এ নির্বাচন অনুষ্টিত হয়।
উক্ত নির্বাচনে মোট ২২জন প্রার্থী ১৫ টি পদে নির্বাচন করে।এর মধ্যে সভপতি পদে জাকির হোসেন কাজল এর সাথে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকেই বিজয়ী ঘোষনা করা হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ,সিনিয়র সহকারী সাধারন সম্পাদক মনিরুজ্জামান ময়না,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান আমিন,পাঠাগার সম্পাদক মো:নজরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মো:সওকত আলী,দপ্তর সম্পাদক আদিল উদ্দিন আহমেদ,প্রচার সম্পাদক মো:বিল্লাল হোসেন মোল্লা,সমাজ কল্যান সম্পাদক ওয়াহিদা আমিন পলি, তাছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল মনসুর,সত্যজিৎ দাস ধ্রুব,মো:তুহিন মোল্লা,মো:আক্তারুজ্জান,মো:সোহে ল সাশ্রু,কাজী আব্দুল্লাহ আল-মাছুম,নজরুল ইসলাম রিপন,ও মো:হারুন অর রশিদ। তাদের সাথে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশনার।আর যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন সহ-সভাপতি পদে আ:লতিফ মাস্টার ১৪১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বিতা করেন হাজি আ:সাদেক তিনি পেয়েছন ৮৫ ভোট,সাধারন সম্পাদক পদে ১১৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো:আনোয়ার হোসেন তার সাথে ১১১ভোট পেয়ে পরাজিত হয় আসাদুজ্জামান ফারুক,সহকারী সাধারন সম্পাদক পদে আব্দুল হেকিম রায়হান ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয় ও তার সাথে ৭৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মো:শহিদুল ইসলাম হীরা,কোষাধক্ষ্য পদে ১১৯ভোট পেয়ে আব্দুল হাকিম নির্বাচিত হয় ও তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুর রউফ তিনি পেয়েছেন ১০৫ ভোট। উক্ত নির্বাচনে ২৫২ জন সদস্য ভোটার ছিলেন।তার মধ্যে ২২৫ টি ভোট কাস্ট হয়।প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো:সায়দুল্লাহ মিয়া নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।এবং নবনির্বাচিত কার্যপরিষদের সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নিয়ম তান্ত্রিককভাবে ক্লাব পরিচালনার কথা ব্যক্ত করেন।
Tags: