muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী মাশরাফি

mashrafee
স্পোর্টস ডেস্কঃ জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়কের এই ম্যাচে খেলা হচ্ছে না। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হতে হয়েছে মাশরাফিকে।

খুলনা বিভাগের হয়ে জাতীয় লিগে খেলার জন্য শুক্রবার খুলনা যাওয়ার কথা ছিল মাশরাফির। কিন্তু তা হলো না। যেতে হলো হাসপাতালে। গত রাত আড়াইটার দিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তী হতে হয়েছে তাকে। প্রচণ্ড জ্বর মাশরাফির।

মাশরাফির ডেঙ্গুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি জানিয়েছেন, বিস্তারিত না জানলেও এটা জানেন যে মাশরাফি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। অ্যাপোলোর চিকিৎসকের সাথে কথা হয়েছে দেবাশিসের। আজ দুপুরে হাসপাতালে যাবেন।

প্রসঙ্গত, মাশরাফির এক বছর বয়সী ছেলে সাহেল কয়েক দিন ধরে জ্বরে ভুগছে। বাবা মাশরাফি তার সেবা করতে গিয়ে রাত জাগছিলেন। এবং এসব করতে গিয়ে নিজেও জ্বরে আক্রান্ত হন।

Tags: