muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিমান ভাড়া বাড়িয়ে হজ প্যাকেজ-২০১৮ ঘোষণা

ডেস্ক রিপোর্ট ।। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০১৮ ঘোষণা করেছে সরকার। হজ প্যাকেজ-১ এ বিমান ভাড়া সর্বনিম্ন ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা, সর্বোচ্চ ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। হজ প্যাকেজ-২ এ বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকাসহ সর্বোচ্চ ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।


সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই টাকা  নির্ধারণ করে হজ প্যাকেজ-২০১৮ এর অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ এখনো ঘোষণা করা হয়নি। তবে সর্বনিম্ন সরকারি হজ প্যাকেজ-২ (৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা) এর নিচে হবে না। বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকাসহ অন্যান্য খরচ মিলিয়ে ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকার সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, ব্যাংক গ্যারান্টি, কল্যাণ তহবিল ইত্যাদি। সবমিলিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্সিগুলো।’

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে খরচ ও বিমানভাড়া বেড়েছে জানিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘গত বছরের হজের তুলনায় সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ১৬ হাজার ৪২১ টাকা ও প্যাকেজ-২ এ বেড়েছে ১২ হাজার ৪ টাকা। গতবার প্যাকেজ-১ এ খরচ হয় ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। অন্যদিকে প্যাকেজ-২ এ খরচ হয় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।’

‘এবার বিমান ভাড়া বেড়েছে প্রায় ১৪ হাজার টাকার মতো। ট্যাক্স ও অন্যান্য চার্জসহ বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর মোট বিমান ভাড়া ছিল ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।

বিমান ভাড়া বাড়ানো হলো কেন জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, ডলারের দামও একটু বেড়েছে।’

এ সময় উপস্থিত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন বলেন, ‘সৌদি আরব এবার নতুন করে বিল্ডিং চার্জ ধার্য করেছে। এক্সাইজ ডিউটি এক হাজার থেকে দুই হাজার রিয়াল করেছে সৌদি সরকার। শুধু ডলারের দাম বাড়ার কারণে ৩ হাজার ৮৭৫ টাকা বেড়েছে ভাড়ায়।’

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও অবশিষ্ট ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজের সুযোগ পাবেন।

Tags: