সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের তাতাঁরকান্দি ব-আলী কলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণী ও শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনা প্রতিযোগিতায় বিজয়ীদলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আলী হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিবাবক কমিটির সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, স্থানদাতা সদস্য মোঃ জিল্লুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মনির হোসেন, আইনল শাহ প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিবাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার মেধা তালিকায় কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
গত শনিবার কিশোরগঞ্জ শিল্প একাডেমিতে অনুষ্ঠিত শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনা প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অত্র বিদ্যালয়ের বিজয়ী দলকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানের অতিথিরা।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম।কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
Tags: