শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। শিক্ষা, উন্নয়ন,পরিবেশ রক্ষা, সামাজিক বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাসউদ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রশাসন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাসউদ জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার খবর জানাজানি হওয়ার সাথে সাথেই অভিনন্দনের জোয়ারে ভেসে উঠেন (সদর ইউ এন ও) আব্দুল্লাহ আল মাসউদ। উপজেলা প্রশসানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মোবাইলফোনে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরীফ, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা, পোর্টাল হলনাগাদ করণ, ডিজিটাল সেন্টার আধুনিকায়ন, সার্বক্ষণিক কল সেন্টার চালু করণ, সেবা ছাউনি চালুকরণ জনসেবা তরান্বিতকরণসহ বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করায় কিশোরগঞ্জ জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় পুরাতন স্টেডিয়ামে জেলার ১৩টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। পাশাপাশি তিনি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে জোর প্রচেষ্টায় জনগণের স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, বাল্য বিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী অভিযান পরিচালনা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত অফিস প্রতিষ্ঠা, সরকারি জমি ও খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধভাবে খাস জমি দখল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভোক্তা অধিকার নিশ্চিত করণসহ বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে কঠোর ও উদ্যোগী ভুমিকা রেখে জনগণের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছেন।