আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে যুব গেমস ২০১৮ বিভাগীয় প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন এর সহযোগিতায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এডিসি জেনারেল উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, সদস্য সচিব ও সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমীন সবুজ, দৈনিক সমকালের কিশোরগঞ্জ বুুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, নারী নেত্রী বিলকিছ বেগমসহ ক্রীড়ামোদী, খেলোয়ারবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমীন সবুজ জানান, বাংলাদেশ যুব গেমস ২০১৮ জাতীয় প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০-১৫ মার্চ। জাতীয় এই প্রতিযোগিতাকে সামনে রেখে বিভাগীয় প্রস্ততির আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। ঢাকা বিভাগীয় দলের ২১ টি ইভেন্টের ৮ টি ইভেন্ট প্রস্ততি কিশোরগঞ্জ জেলায় শুরু হয়। ১৩ জেলার প্রায় ২০০ জন প্রতিযোগি অংশ নিয়েছে এই প্রশিক্ষণে। যা শেষ হবে ৪ মার্চ।