muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার, মুক্তিপণের টাকা উদ্ধার

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জে প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মার্চ) সকালে জেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে দুই নারীসহ চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. তানভীর আহমেদ মুক্তিযোদ্ধার কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পযশোদল এলাকার মৃত সোহরাব উদ্দিনের ছেলে মোগল এ আজম (৪৫), একই উপজেলার চিকনীরচর এলাকার চাঁন মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৩০), কিশোরগঞ্জ শহরের গাইটাল শ্রীনগর এলাকার আ. জলিলের মেয়ে যতি ওরফে স্বপ্না (২১) এবং সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি বৌলাই সাহেববাড়ি এলাকার মো. মুনতাজ উদ্দিনের ছেলে মো. জুয়েল (৩২), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর এলাকার মো. ফজলুর রহমানের ছেলে মো. আলমগীর হায়দার (৩৬) ও তার স্ত্রী নাসরিন (২৮)।

পুলিশ জানায়, ২৭ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে শাহীনকে (২৫) মোবাইলে পরিচয়ের সূত্র ধরে কিশোরগঞ্জে নিয়ে আসেন স্বপ্না (২১) নামে এক মেয়ে। পরে কিশোরগঞ্জ সদরের দক্ষিণ রাজকুন্তি বৌলাই সাহেব বাড়ি এলাকার আত্মীয়র বাড়িতে বেড়ানোর কথা বলে শাহীনকে সেখানে নিয়ে যায়। এরপর সেখানে তাকে পিটিয়ে ঘরে বন্দি করে শাহীনের পরিবারের কাছে তিন লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে শাহীনের খালাতো ভাই আনিসুল হক মুক্তিপণের দেড় লাখ টাকা নিয়ে ঘটনাস্থলে আসলে টাকা পেয়েও প্রতারকরা মুক্তি না দেওয়ায় বুধবার রাতে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ শাহীনসহ মুক্তিপণের ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে।

এ ঘটনায় ভিকটিম সিদ্দিকুর রহমান শাহীন বাদী হয়ে আটককৃত ৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার সদর থানায় মামলা করলে সন্ধ্যায় ৬ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tags: