muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাবে কাউন্টার টেররিজম ডিভিশন

ডেস্ক রিপোর্ট ।। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও খ্যাতনামা লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিলেট যাবে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কাউন্টার টেররিজম ডিভিশন।

কাউন্টার টেররিজম ডিভিশনের উপকমিশনার (ডিসি) মুহিবুল ইসলাম খান শনিবার রাতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমাদের সদস্যরা সিলেটে গিয়ে ড. জাফর ইকবালের ওপর হামলাকারী আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে।’

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠানে জাফর ইকবালকে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করে।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। অধ্যাপক ড. জাফর ইকবাল ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন। তখনই ভিড়ের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর আহত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানী হাসপাতালে অস্ত্রোপচার শেষ করা হলে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালকের গণসংযোগ কর্মকর্তা সাদেক হোসেন।

Tags: