muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের ভৈরবে বাউল গানের আসরে বসার স্থান নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। রবিবার (৪ মার্চ) দুপুরে পৌর শহরের চন্ডিবের পলতাকান্দা ও কালিপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্হানীয় ও পুলিশ সূত্র জানায়, পৌর শহরের কালীপুর গ্রামে শনিবার রাতে বাউল গানের আসরে বসার স্থান নিয়ে পলতাকান্দা এলাকার কয়েকটি ছেলের সাথে কথা কাটাকাটি হয়। রবিবার সকালে কালীপুর এলাকার প্রতিপক্ষ ঝগড়াতে ছেলেরা ভৈরব বাজারে যাওয়ার পথে তাদের মারধোর করে পলতাকান্দার ছেলেরা। এ খবর কালীপুর এলাকায় ছড়িয়ে পড়লে কালীপুরবাসী দেশীয় অস্ত্র, লাঠিসোটা, হকি ষ্টিক, দা, বল্লম নিয়ে পলতাকান্দার লোকদের ওপর আক্রমণ শুরু করে। এরপর পলতাকান্দা ও কালিপুর গ্রামের হাজার হাজার লোক সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। সংর্ঘষের খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করলে এক পর্যায়ে সংঘর্ষ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এসময় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড রাবার গুলি ছুঁড়ে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: